Thursday, August 14, 2014

আরেকবার প্রেমিকা হতে চাই 
শুধু এক ঝলক মিষ্টি হাসি দিয়ে আজীবনের দাস কিনতে চাই
প্রচন্ড গরমে এক ঘন্টা দেরী করে দেখা করতে এসে হাসিমুখ দেখতে চাই
বানভাসি চাঁদের আলোয় আমার অপেক্ষায় কাউকে কষ্ট পেতে দেখতে চাই
রাতের শেষ কথা আর দিনের প্রথম হ্যালো কোনো একজনের কাছ থেকেই শুনতে চাই
শুধু এক পলক দেখবে বলে, প্রচন্ড ভীড় পেরিয়ে শহর এপাড় ওপাড় করা দেখতে চাই
কারো চোখে মোনালিসা হতে চাই
কারো্র প্রাণভোমরা হাতে নিয়ে ঘুরতে চাই
শুধু আরেকবার প্রেমিকা হতে চাই|||

শুধু আটপৌড়ে হতে চাই না ,
হাতের বসে যাওয়া হলুদের দাগই কারো ভালো লাগে, একথা মানতে চাই না
পূর্নিমার রাতে ছেলের হোমওয়ার্ক নিয়ে ভাবতে চাই না
কবিতার খাতায় হঠাৎ করে একদিন বাজারের হিসাব দেখতে চাই না
শুধুই অভ্যাসের বশে তোমাকে গুড নাইট বলতে চাই না
ভালোলাগা যথেষ্ট বলে ভালবাসতে ভুলে যেতে চাই না|
পুরোটা চেনা, তবুও তোমাকে জানার চেষ্টা বন্ধ করতে চাই না|

আর এক্বটা বার
শুধু প্রেমিকা হতে চাই।

No comments:

Post a Comment